কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে হেরোইন সেবন ও বিক্রির দায়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার নগর ভবন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে নজরুল ইসলাম ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের আব্দুল হোসাইনের ছেলে রাজিবুল ইসলাম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নগর ভবন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করি। গ্রেপ্তারের সময় তাদের দু’জনের কাছ থেকেই ৫০ গ্রাম করে হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কড়চা/ এল
Facebook Comments Box