মানিকগঞ্জ সদর হাসপাতালে অজ্ঞাত নারীর মৃত্যু

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহতের বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান নিশ্চিত করেছেন।

ওসি জানান, অজ্ঞাত ওই নারীর পরিচয় জানার চেস্টা চলছে এবং সামাজিক যোগাযোগ মাধমে তার ছবি ও ফোন নাম্বার দেওয়া হয়েছে। যদি তার পরিচয় পাওয়া যায় তাহলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। না হলে আলোচনার মাধ্যমে তাকে সমাধিস্থ করা হবে।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ