শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় আওয়ামী লীগ নেতার

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঋষিপাড়া পূজা মন্ডপে আগতদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
সোমবার (২৩ অক্টোবর) রাতে নবমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখেন এবং আরতি প্রতিযোগিতা উপভোগ করেন। পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি মন্দির কমিটিকে নগদ অর্থ সহায়তাও দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কলেজ শিক্ষক শ্রীদাম চন্দ্র মন্ডল ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
ঋষিপাড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভাষান মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মনির হোসেন ও দুলাল মনি দাস।
কড়চা/ জেড এ বি
Facebook Comments Box
ভাগ