শিবালয়ের দুর্গম চরাঞ্চলে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন ওসি ফিরোজ

মারুফ হোসেনঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চলে বন্যা দুর্গতদের মাঝে নৌকা নিয়ে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার আলোকদিয়া চরের বিভিন্ন এলাকায় পুর্ণতা অরগানাইজেশন বাংলাদেশের সহযোগিতায় শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, তেল ও স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।

ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের, পুর্ণতা অরগানাইজেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মাহি, কালের কণ্ঠ ও বৈশাখী টেলিভিশের সাংবাদিক মারুফ হোসেন প্রমুখ।

ওসি ফিরোজ কবির বলেন, এবার দীর্ঘস্থায়ী বন্যায় লোকজন চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষ দীর্ঘ দিন ধরে বন্যার পানিতে বন্দি থাকার কারণে নানা সমস্যা দিন কাটছে তাদের। নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। মাঠের সকল ফসল পানিতে নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে যমুনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখনও চরাঞ্চল গুলোতে বন্যার পানি নামেনি। বন্যার শুরু থেকে সরকারি সহায়তার পাশাপাশি মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম স্যারের নির্দেশে বানভাসি মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। এসপি স্যার ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন ভাবে ত্রাণ বিতরণ করে আসছেন। তারই অংশ হিসেবে পুর্ণতা অরগানাইজেশনের সাথে সমন্বয় করে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

কড়চা/ এম এইচ

Facebook Comments Box
ভাগ