কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান সম্প্রতি সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া-কটুক্তি করে সংবাদ সম্মেলন করেছেন এমন অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতারা।
সোমবার (২৬ জুন) সকাল ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা।
লিখিত বক্তব্যে মোঃ ফরিদ মোল্লা বলেন, গত ২৩ জুন হরিরামপুর উপজেলা চত্বরে সাংবাদিক সম্মেলন করেন উপজেলার চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। ওই সংবাদ সম্মেলনে চেয়ারম্যান উল্লেখ্য করেছেন, সংসদ সদস্য মমতাজ বেগম তাকে হত্যার ষড়যন্ত্র করছেন। এসব মিথ্যা কথা বলে সংসদ সদস্য মমতাজ বেগমের নামে অপপ্রচার করা ছাড়া আর কিছুই নয়। আসন্ন নির্বাচনে মমতাজ বেগমকে বির্তক করতেই উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, হরিরামপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী, সদস্য সচিব ফিরোজ মিয়া, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান, হরিরামপুর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দেওয়ান সাইদুর রহমান নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়ে উপজেলার চেয়ারম্যান হয়ে বিএনপি ও জামাতের ইচ্ছা পূরণ করছেন। তিনি হরিরামপুরে একনায়কতন্ত্র চালাচ্ছেন বলেও জানানো হয়। সম্প্রতি হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও ক্ষতিগ্রস্থ মানুষজন মানববন্ধন করতে জড়ো হলে দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনূর দেওয়ানের ক্যাডার বাহিনী দিয়ে দলীয় নেতাকর্মীদের শতশত মানুষের সামনে দেশীয় অস্ত্র সহযোগে মারধর করা হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দলীয় ভাবমূর্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি যাতে না হয়, সে জন্য এখনই দেওয়ান সাইদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী। দেওয়ান সাইদুর রহমানের ক্যাডার বাহিনীর হাতে হামলায় আহত হন হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর আজিজ, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিন চৌধুরী, বাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, ছাত্রলীগ নেতা শেখ ফয়েজ। এছাড়া সর্বশেষ উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ছেলে নবীনূর দেওয়ানের নেতৃত্বে হামলার শিকার হন ইউসুব, তার বোন ও রাজ্জাক।
কড়চা/ বিসি