কড়চা রিপোর্ট : জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধকালীন ২ নং সেক্টরের উপ-আঞ্চলিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুর রউফ খান মারা গেছেন।
রোববার (২মে) ভোর ৪ টার দিকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ছোট ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাই শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বাদ আসর শিবালয় উপজেলার মালুচী হাই স্কুলের মাঠে মরহুমের জানাজা শেষে তাঁর নিজ গ্রাম ঘোনাপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কড়চা/ এস এইচ
Facebook Comments Box