সিংগাইরে পিতাকে পিটিয়ে হত্যা করল পুত্র

স্বজনদের আহাজারি। ইনসেটে নিহত সেলিম হোসেন খোকন।

মাসুম বাদশাহ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে সেলিম হোসেন খোকন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করছে তারই পুত্র কাউছার হোসেন (২২)। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির ঘরের ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন খোকন ওই গ্রামের মৃত ফালান ড্রাইভারের পুত্র ও ৫ সন্তানের জনক।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সেলিম হোসেন খোকনকে তার দ্বিতীয় পুত্র কাউছার লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।

নিহতের বোন মমতাজ বেগম বলেন, আমার ভাই ইতিপূর্বে গাড়ির ড্রাইভারের কাজ করতেন। গত ৭ মাস ধরে প্যারালাইসেস হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অনেকটা সুস্থ হয়েও ওঠে ছিলেন তিনি। ঘটনার সময় তার ছেলে কাউছার এবং স্ত্রী আসমা ঘরের ভিতর তার শয়ন কক্ষে পিটিয়ে হত্যা করে। ৬ বছরের ভাতিজি খাদিজার কাছ থেকে খবর পেয়ে আমি লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে খুনী কাউছার আমাকেও হত্যার ভয় দেখিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত কাউছার পেশায় পাত্তিমিস্ত্রি হলেও মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাদের অভার-অনটনের সংসারে প্রতিনিয়ত ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।

পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

এ ব্যাপারে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন, মামলার প্রস্তুতি চলছে।

পরিবারে বইছে শোকের মাতম।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ