সিংগাইর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ড, সমস্ত মালামাল পুড়ে ছাই

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইর সদর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ডে ঘরে থাকা ৪ টি কম্পিউটার ও ১ টি ফটোকপি মেশিনসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২১ শে ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে পৌর সদরের আঙ্গারিয়া মহল্লায় মরহুম আব্দুর রশিদের মালিকানাধীন ভাড়া নেয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আঙ্গারিয়া জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোঃ গিয়াস উদ্দিন ও পার্শ্ববর্তী গোলাম মোস্তফা (জিএম) বলেন, বিকেল ৩ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের টিনের ঘরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে মসজিদে মাইকিং করা হয়। এ সময় এলাকার লোকজন আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে থাকা কম্পিউটার, আসবাবপত্রসহ সমস্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন, ইউনিয়ন পরিষদের সমস্ত ডকুমেন্টস পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিংগাইর উপজেলা চেয়ারম্যান, ইউএনও রুনা লায়লা ও এসিল্যান্ড মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ