২৪ ঘন্টায় মানিকগঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২ জন

কড়চা রিপোর্ট : গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে ৪২২ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯২ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৫ দশমিক ৪৯ শতাংশ। এ সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন। বুধবার (২৮ জুলাই) সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, নতুন আক্রান্ত ১৯২ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৯০ জন, সিংগাইরে ৪৭ জন, শিবালয়ে ২৩ জন, ঘিওরে ১১ জন, হরিরামপুরে ১১ জন, দৌলতপুরে ছয়জন এবং সাটুরিয়া উপজেলায় রয়েছেন চারজন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ২৯ হাজার ৯২৩ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৫২৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৯২০ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৫ জন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজী একেএম রাসেল বলেন, আমাদের কোভিড ডেডিকেটেড হাসপাতালে আজ সকাল ১১ টা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ২১৮জন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত পাঁচদিনে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭৬ জন। ২৩ জুলাই আক্রান্ত হয়েছেন ৩৫ জন, ২৪ জুলাই আক্রান্ত হয়েছেন ১০৮ জন, ২৫ জুলাই আক্রান্ত হয়েছেন ১৬৯ জন, ২৬ জুলাই আক্রান্ত হয়েছেন ১৭০ জন এবং পরবর্তী ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৯২ জন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ১২ জন।

করোনার সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। তিনি বলেন, সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একারণে সকলকে সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box
ভাগ