কবিতা “অর্জন”, লিখেছেন খালেদা শামীম

প্রতীকী ছবি সংগৃহীত

অর্জন

খালেদা শামীম

আমি আমার বৈরাগ্যে অভিভূত, ভালোবাসি সে তো বটেই। তবে, প্রশ্রয়, তা দেইনি কখনোই।
তাহলে যে গেরুয়া রঙের বসনে দুই হাতে দুই মন্দিরা নিয়ে নেমে যেতে হতো পথে।
তাই তো, অদৃশ্য এক সীমারেখা টেনে দিয়েছি তাতে।
আমি সুসম বন্টনে খুব বিশ্বাসী। ঘৃণা করি অসম বন্টনের সেই রূপ, যেটা কদাকার ও আগ্রাসী।
আমি আমার সংস্কারকে করি লালন। তাঁকে দিয়েছি আমার অন্তরের শীতল ছায়ার আচ্ছাদন।
তবে, সংস্কারের নামে চালিয়ে দেয়া কুসংস্কারকে বলেছি, তফাৎ যা-ও।
তুমি ঝুঁট, তুমি কূট।
তাই তো মনগরা শ্লোক রীতিকে দিয়েছি বিষর্জন।
অধিকার বোধ, সে খুব ভালো, তবে তাতে
ভালোবাসা থাকতে হয়।
জোর বা চাপে তা কেবল
নিন্দিতই হয়।
মেনে নেয়া বা না নেয়ার এই সীমাবদ্ধতা, হয়তো এই টুকুই আমার অর্জিত অর্জন।।

 

Facebook Comments Box
ভাগ