নারী/ তানিয়া আফরোজ

নারী
তানিয়া আফরোজ

আমি একজন নারী
তাই বলে পায়ে শিকল পড়ে থাকবো?
রক্তচক্ষুর শাসন মেনে চলব?
কখনো না।
আমার চলার পথে যতই কণ্টক থাকুক
তাকে দুপায়ে দোলে দুর্বার গতিতে
এগিয়ে যাব সম্মুখ পানে।
রুখবে আমায় কে?

আমি একজন নারী
তার প্রধান অন্তরায়ও হচ্ছে নারী।
শাসনের বেড়ি, অপবাদ, হিংসা,
বদনামের ভয়ংকর থাবা
শত কদম পিছিয়ে দেয়।
ঐসব নিন্দুকের মুখে ছাই ঢেলে
সাফল্যকে ছিনিয়ে আনবো আমি।

আমি একজন নারী
মনের অদম্য সাহস, একাগ্রতা
আর কাজের প্রতি নিষ্ঠা
পাহাড় সমান বাঁধা অতিক্রম করতে শিখায়।
হাজার বছরের কুসংস্কার,
অন্যায়, অবিচার, অনিয়ম
সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভাসিয়ে দিব
ধুয়ে মুছে সাফ করব সমাজকে।

আমি গর্বিত নারী
কারো মেয়ে, কারো স্ত্রী, কারো মা। সর্বপরি আমি নারী
আমি সব পারি।
সকল বাঁধা দূরে ঠেলে
মাথা উচুঁ করতে বাঁচি।

আমি একজন নারী
শিক্ষাকে হৃদপিণ্ডে ধারণ করি
আর আলোকিত সমাজ গড়ি।

Facebook Comments Box
ভাগ