শূন্য-প্রজন্ম / প্রতিমা রায়বিশ্বাস

প্রতিমা রায়বিশ্বাস

শূন্য-প্রজন্ম / প্রতিমা রায়বিশ্বাস

আকাশীদের সঙ্গম বন্ধ করতে পারলে বন্ধ হবে মৃত্যু যোগ।
কারণ এখানে স্তনবৃন্ত ধরে থাকে যে ঠোঁট
তার শরীর জুড়ে একটি গাছের কান্ড।
মেরুদণ্ডের মত ডালপাতাহীন প্রশাখায় তার খেজুর রসের উৎস্রোত।
মৃত্যু চিরে তাই এখানে জন্মাতে হয়।
বন্ধ হলে সঙ্গম…. বন্ধ হবে ‘জন্ম’।

মহাকাশে রতিলীলাময় শূন্য জেনডারে আমার পর্যবেক্ষণ আছে…
ওদেরই বিশৃঙ্খল যৌনচারণে মৃত্যু এখানে এত সস্তা।
মহিলা শূন্যের গোলাকাকৃতি ওই ডিম্বাণু আমি টিউবেকটমি করে দিতে চাই।
পুরুষ শূন্যে ভ’রে আর যে রূপান্তর কীট।
সে কীট আমি হলুদ ব্যাগে ভ’রে ভ্যাটে ফেলে দেব।

গরু, ছাগল, কুকুরের দল…দলা দলা শূন্য গিলে…
আমাদের দেহ থেকে মুক্ত তখনই মৃত্যু-দূষণ।
হে বুভুক্ষু পেট….তুমি সত্যিকারের শূন্য দাও।

Facebook Comments Box
ভাগ