উৎসবের অর্থনীতি বনাম করোনাকালীন সংকট/ মো.নজরুল ইসলাম

উৎসবের অর্থনীতি বনাম করোনাকালীন সংকট

মো.নজরুল ইসলাম

কবি গুরুর প্রতি শ্রদ্ধা রেখে তার অমর পদ দিয়েই শুরু করছি। কবি গুরু বলেন, মানুষেরা উৎসব করে। মানুষ যেদিন আপনার মনুষ্যত্বের শক্তি বিশেষভবে উপলব্ধী করে, সেইদিন।…. প্রতিদিন মানুষ ক্ষুদ্র দীন একাকী কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ, সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ।

আমরা কেবল ইদ নয় উৎসবের ভূমিকায় বলতে পারি ঋতুর বর্ণময় আত্মপ্রকাশের রঙ্গমঞ্চে বাঙালির মানসিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে বছরান্তে নানা উৎসব আসলেও প্রধান দু’টি ইদ উৎসব অন্যতম। ইদের উৎসব পালনের সাথে নিবিরভাবে মিশে আছে ধর্মীয় চেতনা ও অর্থনীতির ফটকা কারবার ও বাণিজ্য। বাংলাদেশের উৎসবগুলোকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, জাতীয় উৎসব, মণীষী স্মরণোৎসব ইত্যাদি। যে কোন উৎসব মিলন, শান্তি ও মৈত্রির ত্রিবেণী বন্ধন। আর সে উৎসবের সুরছন্দ,বর্ণগন্ধ শহরে যতখানি না পাওয়া যায় তার চেয়ে অধিক মিলে গ্রামে। নানারকম উৎসবের মধ্যে ধর্মীয় উৎসব বিশেষত ঈদুল ফিতর ও ঈদুল আজহা মোদ্দাকথা ঈদের উৎসবের বাতাবহ, অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব ও দাপটের সহিত মুসলিম সম্প্রদায়ের মধ্যে সুশোভিত হয়ে টিকে আছে।

ঈদুল আাজহা তথা বকরা ঈদের কোরবানির কেন্দ্রীকতা নিয়ে রয়েছে অদৃশ্য নেকী ও দৃশ্যমান গ্রামীণ অর্থনীতির ব্যাপকতা। একজন কৃষক কৃষাণী সারাবছর কষ্ট করে একটি ষাড় লালন পালন করেন কোরবানী ঈদের বাজারে উচ্চমূল্য পাওয়ার আশায়। যিনি কোরবানী প্রদান করবেন তিনিও সারা বছর সঞ্চয় করেন ইহলোকিক ও পরলোকিক শান্তির উদ্দেশ্যে তথা প্রচুর নেকির আশায় সুন্দর একটি পশু কোরবানির মধ্যে দিয়ে। ধমীয় এই উৎসব বা বিধানের বলে ধনীর সম্পদ কিছুটা হলেও প্রবাহমান হয় এবং প্রান্তিক শ্রেণির মানুষ কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্ভী বা প্রসারিত হয়। তাই বকরাি ঈদে ধনীর নেকী ও প্রান্তিক মানুষের কিঞ্চিত সঞ্চয় এবং গরিবের সামান্য মাংস খাওয়ার মধ্যে দিয়ে অর্থনীতির চাকা গতিশীল হয়।

এছারাও মুসলিমরা তাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এর জন্ম ও মৃত্যু দিনকে ঈদে মিলাদুন্নবী বলে থাকেন এবং উৎসবের সহিত এই দিনও পালন করেন। আবার মহররম মাসের দশ তারিখে কারবলার ময়দানে নবীর বংশ ধ্বংসের দিনকে বলা হয় বিষাদের দিন। তাই বিষাদময় ভাবগম্ভির্য নিয়ে দশই মহররমের উৎসব পালন করা হয়। উল্লেখ্য যে নবী করিম (স:) এর দৌহিত্র ঈমাম হাসানকে বিষপান ও ইমাম হোসেনকে কারবলার প্রান্তরে ওহাবিয়া মতবাদের প্রবক্তা ইসলামের আরেক খাদেম হযরত ইয়াজিদের সৈন্যদের হাতে নির্মমভাবে সপরিবারে নিহত হন এবং ইয়াজিদ তারপর থেকেই আওলঅদে রাসুলের বিপরীত আদর্শ তথা ইয়াজিদের ইসলাম প্রচার ও প্রসার করেন। বর্তমানে তার ভাবধারার ইসলামই অধিক শক্তিশালী। ইয়াজিদ অনুসারী ও আহলে সুন্নাত তথা আওলাদে রাসুলের অনুষারীদের দ্বন্দ্ব সংঘাত এখনো বিদ্যমান। রাসুলের আশেকানরা সেই বিষাদময় স্মৃতি উদযাপনকেই মহররম বলে অবিহিত করেন।

সাধারণত ধর্মীয় উৎসবগুলো এক একটি ধর্মীয় বিশ্বাস ও ভাবনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ধমীয় উৎসবগুলোর মধ্যে মুসলমানদের ঈদুল ফিতর, ইদুল আজহা, ঈদ-ই মিলাদুন্নবী, মহররম এগুলোই প্রধানভাবে উল্লেখযোগ্য। এই সকল উৎসব পৃথিবীর অনেক দেশে দেশে ধর্মীয় মর্যাদা নিয়ে পালিত হলেও বাংলাদেশের সংস্কৃতির সাথে ধর্মীয় প্রথাগুলো মিশে যাওয়ায় আমরা নারীর টানে ঘরে ফিরে ভিন্নমাত্রায় ঈদ উৎসব পালন করে থাকি। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দুর্গা পূজা, স্বরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শিবরাত্রি ইত্যাদি। এদের মধ্যে দুর্গা পূজাই প্রধান। মহান মুক্তিযুদ্ধের চার মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষ সমাজ ব্যাবস্থার আলেকে বাঙালি হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা তাদের গন্ডি ছাড়িয়ে এটি বাঙ্গালির সকল ধর্মালম্বীদের জন্য জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বিজয়া দশমীর বিদায়ের দিনসহ বোধন থেকে বিসর্জন এক অনন্যরূপে বাঙালি হিন্দুদের জীবনকে আন্দেলিত করে। তবুও এ বিদায় চিরন্তন নয়। বাঙালি হিন্দুরা দেবীকে বিদায় জানাতে গিয়ে বলেন, ‘আবার এসো মা ফিরে।’ অন্যান্য ধর্মীয় উৎসবের মধ্যে খ্রিষ্টানদের বড় দিন, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি প্রধান।

সমাজিক উৎসব: বাঙালি সমাজের মানুষগুলো অন্যরকম। তারা সবসময় উৎসব আমেজে সবাইকে মাতিয়ে রাখতে চায়। এগুলোর মধ্যে বাংলা নববর্ষ, হালখাতা, পুণ্যাহ, বিবাহ, ভাইফোটা ও খাৎনা। আবার জন্মদিন, নবান্ন, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, পৌষপার্বণ, জামাইষষ্টি ইত্যাদি প্রধান। বাংলা নববর্ষ বাঙালির অন্যতম প্রধান সামাজিক উৎসব। প্রকৃতির পট পরিবর্তন মানুষের জীবনেরও পট পরিবর্তন করে। নববর্ষ হালখাতা বর্ষবরন গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরাতে সহযোগিতা করে এবং নতুন বাণিজ্যের শুভ সূচনা পয়লা বৈশাখেই সূচিত হয়। বলা বহুল্য যে নববর্ষ যেমন বছরের সূচনা তেমনি চৈত্র সংক্রান্তির গাজন ঘিরে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চল উৎসব মুখর হয়ে পড়ে। গ্রামের পথে ঘাটে, নদীর ধারে মেলা বসে। আবাল বৃদ্ধ সকলের কাছে এটি এক ভিন্নরকম আনন্দ। গ্রামবাংলার একটি অন্যরকম সামাজিক উৎসব নবান্ন। নানারকম পিঠে পায়েস এ উৎসবের অঙ্গ। বাঙালিরা তাদের সমগ্র পরিমন্ডলকে ছাপিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে প্রানবন্ত করে রাখে এ উৎসবমুখর দিনগুলোতে।

জাতীয় উৎসব: আমরা উৎসবকে কেবল লোকাচারের মধ্যেই সিমাবদ্ধ করে থাকি, এটি মোটেও ঠিক নয়। উৎসব মানব ইতিহাসের দীর্ঘদিনের সংগ্রামমুখর অধ্যয়। কর্মক্লান্ত জীবনের নিরানন্দ মরুভূমিতে আনন্দের জোয়ার এনে তাকে করে আরো রসসিক্ত। আমাদের এমন কিছু উৎসব রয়েছে যা কোন ধর্মকেন্দ্রিক সম্প্রদায়ের জন্য সীমিত নয়; সকল জাতি বর্ণ ও ধর্মীয় শ্রেণির মানুষের পালনীয় উৎসব। এ সার্বজনিন উৎসবগুলো আমাদের কাছে জাতীয় উৎসব হিসেবে ব্যাপক পরিচিত। যেমন মহান একুশে ফেব্রুয়ারি বা শহিদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি। উল্লিখিত উৎসবগুলো যেমন রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হয়, তেমনি আমরা সামাজিকভাবেও পালন করে থাকি। একুশে ফেব্রুয়ারি আমাদের সকলের কাছে শোকের প্রতীক। মাতৃভাষা বাংলাকে রক্ষা করতে গিয়ে ভাষা আন্দোলনের সূচনা হয় এবং আন্দোলন করতে গিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে যারা শহিদ হয়েছিলেন, তাদের স্মৃতিকে স্মরণ করা এবং শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই দিনকে উৎসবের মধ্যে দিয়ে পালন করে থাকি। এই দিনকে কেন্দ্র করে বইমেলা, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আলোচনা অনুষ্ঠান হয়ে থাকে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস প্রায় একই কায়দায় অনুষ্ঠিত হয়ে থাকে।

সাংস্কৃতিক উৎসব: আমাদের হাজার বছরের অনেক প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। আধুনিককালে তার পরিসর ও কলেবর আরো কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। যেমন সামাজিক যাত্রাপালা, নাটক, বাযোস্কোপ। এছাড়াও গ্রামীণ খেলাধূলা, র্সাকাস, মেলা, বর্ষবরণ, সংগীতানুষ্ঠান, বইমেলা, রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্ত্রী, দিবস ও তেহার কেন্দ্রিক আলোচনা অনুষ্ঠান, পীর মুরশীদ ও অলী আউলিয়াদের দরবার কেন্দ্রিক গান বাজনা, যাত্রা, নাটক ইত্যাদি বাংলাদেশের উল্লেখযোগ্য সাংস্কৃতিক উৎসব। প্রতিবছর জাতীয় ও স্থানীয়ভাবে একুশে বইমেলা বাঙালির জন্য এক বড় উৎসবে পরিণত করে। এই ধরনের উৎসব গুলোতে পত্রিকাগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেন। রেডিও টেলিভিশনেও অবিরাম ভিন্নমাত্রায় অনুষ্ঠান চলতে থাকে। বিভিন্ন দিবস ও দিবস ছাড়াও গ্রামে গঞ্জে যাত্রাপালা এখনো জনপ্রিয়তার শীর্ষে। একুশের বইমেলা ও অন্যান্য উৎসবগুলো যথেষ্ট সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে আমাদের সাংস্কৃতিক জীবনকে। তাই যুগ যুগ ধরে এসব উৎসব পালিত হচ্ছে এবং হবেই; এগুলোর আবেদন ও প্রয়োজনীয়তা বলে ও লিখে শেষ করা যাবে না।

উৎসবের নানামুখী বৈশিষ্ট: বাংলাদেশের উৎসব বাঙালির দীর্ঘদিনের সংগ্রামশীল কর্মক্লান্ত জীবনের নিদারুন মরুভূমিতে নির্মল আনন্দের উৎস। উৎসব তাই সমাজের শারিরিক ও মানসিক স্বাস্থ্যের নিপুণ করিগর। তাই প্রতিটি সমাজকে তার পরিবেশ এবং স্বভাবের সঙ্গে খাপ খাইয়ে রচনা করে দিতে হয় নিজস্ব উৎসবের ধারায়। উৎসব সমাজকে ভিন্ন ধারায় অভিষিক্ত করে সংস্কৃতির ধারামুখ উদয় মুক্ত করে। উৎসবকে কেন্দ্র করে দেশে দেশে রচিত হয়েছে কত সংগীত, কত নৃত্য, অঙ্কিত হয়েছে কত পট ও চিত্রসম্ভার। উৎসব সকল কালের সকল মানুষের নব সৃষ্টির প্রেরণার জন্মভূমি।

বাংলাদেশের উৎসবগুলোতে বহুমাত্রিকতা রয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের মধ্যে মিলন ও ঐক্যতত্ত্বের বহি:প্রকাশ লক্ষ্য করা যায়। মুসলমানদের মহররম অনুষ্ঠানে হিন্দুদের অংশগ্রহণ কিংবা হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণে মুসলমানদের অংশগ্রহণ প্রত্যক্ষ করা যায়। আবার বাংলা নববর্ষ উৎসবে বাংলাদেশের সকল ধর্মালম্বী লোকেরাই একসঙ্গে অংশগ্রহণ করে থাকে। মহান মুক্তিযুদ্ধের তথা স্বাধীকার আন্দোলনের একতা এটাই প্রমান করে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি। এখানে ৯০% এর তকমা দিয়ে বাঙালিকে কখনোই বিপথগামী করা যাবে না। ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সুযোগ নিয়ে বিপরীত আদর্শ তথা অন্ধকার পথে নেয়ার কোন সুযোগ নেই। সুতরাং আমরা বলতে পারি এদেশের সার্বজনিন সকল উৎসবগুলো নানা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোকের মধ্যে দেখা সাক্ষাত, আলাপ আলোচনার মাধ্যমে নিবির ঐক্যের বন্ধন সৃষ্টি করে। কাজেই উৎসরের গুরুত্ব ও তৎপর্য সীমাহীন। অন্যভাবে বলতে গেলে মানুষের বেদনাবিধুর জীবনে উৎসব নতুন প্রাণ ও আনন্দ সঞ্চার করে। তবে উৎসব মানেই কেবল উল্লাস নয়, আনন্দ মানে নয় যথেচ্ছাচার। আদিম অরণ্যকে জীবনের বর্বর উল্লাস বর্তামন সমাজে অচল। আমাদের উৎসব যে মহৎ ভাবরাশি একদিন ছিল, যে মূল্যবোধ আমাদের চলতে, চালাতে সাহায্য করছে, তা আবার জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এ বিষয়ে আমরা সকলে সচেতন হলেই গড়ে ওঠবে এক জাতি, এক প্রাণ ও একতাবদ্ধ বহুত্ববাদি মানবতার সমাজ।

করোনাকালীন সংকট ও মানব স্রোত: ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান প্রদেশ থেকে মর্তবাসীর জন্য সংকটের এক নতুন নাম শোনা যায় কোডিড-১৯ বা করোনাভাইরাস। ২০২০ সালের মধ্যে চীনের গন্ডি ছাড়িয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে এই মরনঘাতি ভাইরাস। সারা দুনিয়ার মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ বাংলাদেশেও অদৃশ্য এই ভাইরাসের সাথে আমরন যুদ্ধ করছে। প্রায় দেড় বছর অতিক্রান্ত হলেও আমরা এখনো লকডাউনমুক্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারছিনা। প্রতিদিন হাজারো মানুষ আক্রান্ত এবং শতাধিক মানুষের মৃত্যু আমাদেরকে শুধু আহতই করেনা সার্বিকভাবে মর্মাহত ও ক্ষতিগ্রস্থ করছে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিমন্ডলকে চরমভাবে পুঞ্জিভূত করে রেখেছে। আমরা জানি ব্যক্তির দৈনন্দিন অর্থনৈতিক আয় উন্নতিই বছর শেষে দেশের প্রবৃদ্ধিতে যোগ হয়। মাথাপিছু আয়ের অন্যতম মাপকাঠি হলো ব্যক্তি ও পারিবারিক উন্নয়ন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এই উন্নয়নের গতিকে থমকে দিয়েছে। মহামারী করোনাভাইরাসের মধ্যেও কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ, প্রান্তিক মানুষ, গার্মেন্টস কর্মী ও প্রবাসীদের নিরলস পরিশ্রমে মন্থর গতিতে চলছে অর্থনীতির চাকা।

অতিমারির সংকটে তথা রোগে শোকে মানুষের মৃত্যু ও অর্থনৈতিক সংকটে মানুষর মৃত্যু হোক তার কোনটিই কাম্য নয়। মৃত্যু উপতাক্য হোক আমার এই জন্মভূমি এটি আমরা কোনভাবেই চাই না। করোনা মোকাবেলায় লকডাউন, শাটডাউন, কার্ফিউ, স্বাস্থ্যবিধি মেনে শিথিলতা এগুলো কতটা কার্যকর সেটিও প্রশ্নবিদ্ধ। স্বাস্থ্যবিধি বলতে আমরা কি বুঝি এবং এর পরিধি সমন্ধে সঠিক ব্যাখ্যা জাতিসংঘের স্বাস্থ্যঅধিদপ্তরও দিতে পারেনি। অন্যদিকে মানুষের একট স্বভাবজাত বৈশিষ্ট হলো এই, যে বিষয়ে তাকে নিষেধ করা হয় সেটি সে বেশি করে করে। জীবন রক্ষায় মাস্ক পরো, স্যানিটাইজার ব্যবহার কর, জনাকীর্ণ জায়গা পরিত্যাগ করো, আচার অনুষ্ঠান বন্ধ কর ইত্যাদি ভালো উপদেশ দেয়া হলেও বিজ্ঞানভিত্তিক চিন্তাচেতনার অভাব ও ভাববাদ দ্বারা আশ্রিত অচেতন এই জাতিকে কোনভাবেই সচেতন করা গেলো না। বিভিন্ন উৎসব তেহারেসহ বর্তমান বকরা ঈদেও করোনাকালীন প্রতিকুলতা উপক্ষো করে ঘরমুখো মানুষ সংক্রমণকে বাড়িয়ে তুলছে। পথেঘাটে যানজট ও দুর্ঘটনায় মৃত্যু এ যেন নিত্যদিনের সাথী। প্রতিকুলতা ডিঙ্গিয়ে ঘরে ফিরে মানুষগুলো যেন এভারেষ্ট বিজয় করে এসেছে।

আশার কথা হলো, বিজ্ঞানের আশির্বাদে ও গবেষকদের কঠোর পরিশ্রমে করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন আবিস্কার হয়েছে। ইতোমধ্যে আমাদের দেশে তার ব্যাবহার শুরু হয়েছে। তাই বলা যায় অবশ্যই আমরা একদিন করোনামুক্ত হবোই। এই সংকটেও প্রমানিত হলো ভাববাদ কোন সমাধান নয়, বস্তুবাদই মুক্তির পথ। মানবজাতির কোনকালেই সংকট মোকাবিলায় ধর্ম কোন সহায়ক উপাদান ছিলো না। তারপরও আমরা বলতে চাই ভাববাদ দ্বারা প্রভাবিত হাজার বছরের চর্চিত বিশ্বাস ভেঙ্গে এই মানুষগুলো এবং রাষ্ট্র নিজেও বস্তুবাদি চিন্তা তথা বিজ্ঞানমনস্ক চর্চায় শতভাগ প্রবেশাধিকার করতে পারবে না। করোনাকালীন দুনিয়াতে বিশেষত ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে মানবস্রোতের আনাগোনা ও প্রবাহ কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। এই মানব প্রবাহকে সঠিক ধারায় ঘুরিয়ে দিতে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে এবং সচেতন মহলকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবতার সেবায় বিভিন্ন সেবামূলক প্রণোদনা নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারকে কোমল ও কঠোর দুই আচরণই করতে হবে। প্রথমেই বলপ্রয়োগ নয়, শুরু করতে হবে রাষ্ট্রীয় কাঠামোর বুনিয়াদ থেকে, রান্ত শিশুর শৈশবকাল থেকে। যেমন সার্বজনিন গণমূখী একই ধারার বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে রাষ্ট্রের সকল স্তর ও কাঠামোতে শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্যের মতাদর্শিক লড়াই জোরদার করা সম্ভব। শুধু সংবিধান ও কাগজে কলমে নয়, মুক্তিযুদ্ধের চার মূলনীতি তথা অসাম্প্রদায়িক চেতনার আলোকে শক্ত হাতে ধর্মান্ধদের মোকাবেলা করতে হবে এবং সাংস্কৃতিক জাগরণ ও বিকাশ ঘটাতে পারলেই আমরা নারীবান্ধব বহুত্ববাদি সামাজিক ন্যায্যতার সমাজ বির্নিমাণের পথে অগ্রসর হইতে পারবো।

মো. নজরুল ইসলাম: সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, মানিকগঞ্জ জেলা শাখা।
Facebook Comments Box
ভাগ