আব্দুর রাজ্জাক : মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোর গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে মঞ্চস্থ হয়ে গেল নাটক আর নয় সংঘাত। রেইনবো থিয়েটারের পরিবেশনায় মুক্তিযুদ্ধ-পরবর্তী সামাজিক পটভূমি নিয়ে এই নাটকে ফুটে উঠেছে সমাজের ভালো-মন্দ বিভিন্ন চিত্র।
নাট্য ব্যক্তিত্ব গিনি আলমের পরিচালনায় আর নয় সংঘাত নাটকে অভিনয় করেছেন তিনি আলম, এমএ মতিন, আলী মনসুর, হেলাল উদ্দিন মাস্টার, মনজুর হোসেন মন্টু, হারেজ উদ্দিন, মুকুল, মনোয়ার, শামীম, খোকন, মুজিবুর, সাইফুল, শিরিন আক্তার, অর্থ ও মিথিলাসহ আরো অনেকে। সম্প্রতি নাট্যানুষ্ঠানের উদ্বোধন করেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা সেলিনা সাঈয়েদা সুলতানা, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে-আলম, ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী বুলবুল, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা টাইগার লোকমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোষারফ হোসেন তুষার।
সভাপতিত্ব করেন কাকজোর গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি সাদিকুর রহমান।
কড়চা/ এ আর