কড়চা রিপোর্ট : নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালন করেছে মানিকগঞ্জ সাংস্কৃতিক বিপ্লবী সংঘ ‘সাবিস’।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে সাবিস মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবিসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যাপক আবুবকর সিদ্দিক মোল্যা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি সরকার তপু, দীপক সরকার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপক কুমার ঘোষ, এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাগর আহমেদ মাসুদ ও কোষাধ্যক্ষ কামাল আহমেদ কমল।
সভা শেষে সাবিসের সাংস্কৃতিক সম্পাদক নাসরিন আহমেদের নেতৃত্বে নিকুঞ্জ মিত্র, রাসেল মিয়া, সবিতা মজুমদার, সাইদা রহমান, শর্বরী, বেলাল হোসেন, নন্দন ঘোষ, শ্রাবন্তী, দ্বিপান্বীতা, ঈশিতা, তরিকা, জেরিন, বনলতা, দিপÍ এবং ওয়াশা সংগীত পরিবেশন করেন। বাদ্যযন্ত্রে সার্বিক সহযোগিতা করেন নিরু মিত্র, শ্যামল কর্মকার ও হাবিব।
পরে নৃত্য পরিবেশন করেন অহনা ও কথা মনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের শিল্পী এডভোকেট খোরশেদ আলম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কড়চা/এস কে