কড়চা ডেস্কঃ বর্ণবাদের বিরুদ্ধে আগে থেকেই সোচ্চার ছিলেন বিশ্বনন্দিত পপ তারকা জেনিফার লোপেজ। জর্জ ফ্লয়েডের ঘটনার পর বিষয়টি ব্যাপক নাড়া দিয়ে গেছে এ তারকাকে। তিনি ইন্সটাগ্রাম ও টুইটারে ধারাবাহিকভাবে রেসিজমের বিরুদ্ধে নানা পোস্ট দিচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন সাক্ষাৎকারেও উঠে এসেছে এ নিয়ে তার বক্তব্য। সম্প্রতি বর্ণবাদ নিয়ে একটি সাক্ষাৎকারে লোপেজ বিষয়টি নিয়ে সবাইকে সরব হবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই আধুনিক যুগে এসেও বর্ণবাদের মতো ইস্যু নিয়ে যদি কথা বলতে হয় এটা পুরো বিশ্বের জন্য লজ্জার। আমেরিকার মতো দেশে কৃষ্ণাঙ্ক জর্জ ফ্লয়েড পুলিশি নির্যাতনের শিকার হলেন! এটা ভাবা যায়। আমরা নাকি সব থেকে অগ্রসর ও আধুনিক। তাহলে এই বর্বরতম ঘটনা কীভাবে ঘটলো! এর দায় কে নেবে? আমি এর তীব্র নিন্দা জানাই। শুধু তাই নয়, এখন। রেসিজমের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে।
প্রসঙ্গত বর্ণবাদের শিকার বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এই আধুনিক যুগেও বর্ণবাদের শিকার হতে হয় আমেরিকার মতো দেশে। ক’দিন আগে এই দেশটিতে মিনিয়াপোলিসে পুলিশের নির্মমতায় প্রাণ হারান কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েড। লোপেজ বলেন, আর যেন এমন একটি ঘটনা বিশ্বের কোথাও না ঘটে তা নিশ্চিত করতে হবে। রেসিজমের বিরুদ্ধে আমার অবস্থান আমি আগেই জানিয়েছি। সামনেও জানাবো। এই বিষয়টির ইতি টানতে হবে বিশ্বকে। না হলে মানবিকতা শব্দটি উঠিয়ে দেয়া উচিত। এদিকে জর্জ ফ্লয়েডের ঘটনায় বিশ্বের নানা জায়গায় হয়েছে প্রতিবাদ। বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। নতুন করে ভাবাচ্ছে বিষয়টি সবাইকে।