মানিকগঞ্জে দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতি সম্মেলন

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে বিভিন্ন সময়ে ২১ শে পদক প্রাপ্ত ২১ জন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা সভা ও সাহিত্য-সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের স্বরুপপুর গ্রামে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ঢাকা এই অনুষ্ঠানের আয়োজন করে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজাহারুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে প্রাক্তন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, আনোয়ারুল হক, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, আইন কমিশনের সচিব মো: আতোয়ার রহমান, অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, অধ্যক্ষ বেলা রানী সিংহ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মানিকগঞ্জে ২১ শে পদক প্রাপ্ত কবি খান মুহাম্মদ মঈনুদ্দিন, ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ, খান আতাউর রহমান, ওস্তাদ মমতাজ আলী খান, কবি জাহানারা আরজু, অমলেন্দু বিশ্বাসসহ ২১ জন গুণী ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

কড়চা/ এ এল

Facebook Comments Box
ভাগ