প্রধান মন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলো মানিকগঞ্জ জেলা পরিষদ

কড়চা রিপোর্ট : ঈদ উল ফিতর উপলক্ষে অস্বচ্ছল ও গরীব দুঃস্থ পরিবারের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা পরিষদ। মঙ্গলবার (১১ মে) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে চারশ’ পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০ টি পরিবারকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে চেক।

মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, প্যানেল চেয়ারম্যান শামীমা আক্তার চায়না, জেলা পরিষদের সদস্য আবুল বাশার প্রমুখ।

জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন জানান, করোনাকালীন সময় বিবেচনা করে মানিকগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে দুই হাজার পাঁচশ পরিবারকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার তুলে দেওয়া হবে। আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক এসএম ফেরদৌস চারশ’ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার তুলে দেন। বাকী ঈদ উপহার জেলা পরিষদের সদস্যরা নিজ নিজ এলাকায় বিতরণ করবেন।

উপহার সামগ্রীর প্যাকেজের মধ্যে রয়েছে একটি শাড়ি কাপড়, ৭ কেজি চাউল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও সেমাই।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ