মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন আবুবকর হাওলাদার

মোঃ আবুবকর হাওলাদার

শ্যামল কুমার সরকার : শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গুনীজন হিসেবে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুবকর হাওলাদার। ঢাকাস্থ একাত্তর গবেষণা পরিষদ গত ২১ জুন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পুরুষ্কার প্রদান করে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পদক হস্তান্তর করেন ঢাকাস্থ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মেদ।

প্রসংগত, মোঃ আবুবকর হাওলাদার ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের পিতা। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

মোঃ আবুবকর হাওলাদার নব উদ্যমে শিক্ষা ও মানব কল্যাণে নিজেকে আরো সম্পৃক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

কড়চা/ এস কে এস

Facebook Comments Box
ভাগ